মধুপুরের বাবুল ভিডিও নামে পরিচিত সাংবাদিক বাবুল রানা আর নেই


ছবিঃ মধুপুরের অন্যতম সাংবাদিক বাবুল রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি চ্যানেল রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি সাংবাদিক বাবুল রানা(৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
এর আগে, গত ২৫ আগস্ট রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি ঘটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, শালবনবার্তা২৪.কমের সম্পাদকসহ উপজেলার সকল গণমাধ্যমকর্মী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন