নেটফ্লিক্স সিরিজের শুটিং সেটে মারা গেলেন পরিচালক দিয়েগো বোরেলা

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৫ আগস্ট, ২০২৫ এ ৫:৩৪ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেটফ্লিক্সের বহুল আলোচিত সিরিজ এমিলি ইন প্যারিস-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা আর নেই। শুটিং চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর।

২১ আগস্ট ইতালির ভেনিসে সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। সে সময় সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলছিল। ভেনিসের বিখ্যাত হোটেল ড্যানিয়েলির সেটে শেষ দৃশ্যের প্রস্তুতির সময় হঠাৎ মাটিতে পড়ে যান দিয়েগো। দ্রুত চিকিৎসক ডাকা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে দিয়েগোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “এমিলি ইন প্যারিস পরিবারের প্রিয় একজনকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সহকর্মীরা জানিয়েছেন, দিয়েগো বোরেলা শুধু একজন দক্ষ সহকারী পরিচালকই ছিলেন না, বরং তিনি সিরিজটির প্রতি হৃদয়ের টান থেকেই কাজ করতেন। তার সৃজনশীলতা ও নিষ্ঠা শুটিং সেটে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছিল।
এই হঠাৎ মৃত্যুতে শুটিং ইউনিট ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং দিয়েগোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।