লক্ষ্মীপুরে জোড়া খুন ও ২৩ মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার


২৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যাসহ মোট ২৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। জেলার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে তিনি চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, ২০২৩ সালে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যা মামলার অন্যতম আসামি তিনি। এ মামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, আলমগীর শুধু অস্ত্রধারী সন্ত্রাসীই নন, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতেও সক্রিয় ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় কি না, তা নিয়ে তদন্ত চলছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, “আলমগীরকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ— কাউকেই আইনের বাইরে রাখা হবে না।”
এ গ্রেপ্তারকে স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও নিরাপত্তার বার্তা হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী কদু আলমগীরের গ্রেপ্তারের মধ্য দিয়ে সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অঙ্গীকার আরও সুস্পষ্ট হয়েছে।










