ক্লিনিক ফার্মেসিতে অভিযান

মধুপুরে ভ্রাম্যমান আদালতে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৫ এ ১১:২১ এএম
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ছবি : আজকের প্রথা

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুরে ক্লিনিক, ফার্মেসী ও হোমিওপ্যাথিক  চেম্বারে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে চার প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


বুধবার (২০ আগস্ট) দুপুর পর্যন্ত  পৌর শহরের জামালপুর রোডের হাসপাতাল এলাকার বিভিন্ন  ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, চেম্বার ও ফার্মেসিতে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব কান্তি পাল। লেফটেন্যান্ট সায়েমের নেতৃত্বে মধুপুর সেনাক্যাম্পের একটি দল সহযোগিতায় ছিল।


ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মানবসেবা মেডিকেল হলের হোমিওপ্যাথি চিকিৎসকের নিয়ম বহির্ভূত নিজের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের মেডিসিন কর্নারের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ  ও বিক্রির অপরাধে ফার্মেসি মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে দশ হাজার টাকা, গ্রামীণসেবা ডায়াগনস্টিক সেন্টারে  অপরিচ্ছন্ন পরিবেশ ও রোগীদের টেস্টের নামে অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করিয়ে রিপোর্ট প্রদান এবং নাহিদ ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে  মিথ্যা বিজ্ঞাপন দ্বারা রোগীদের প্রতারিত করাসহ ডেন্টাল টেকনোলজিস্ট নিজেকে ডেন্টিস্ট হিসাবে পরিচয় দেয়ার অপরাধে প্রতিষ্ঠান তিনটির মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে দশ হাজার করে মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে এমন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।