আবেদন করুন এখনই

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪টি পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৫ এ ৭:৫৯ এএম
সরকারি চাকরির বড় সুযোগ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে। ছবি : সংগৃহীত

সরকারি চাকরির বড় সুযোগ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট ৫৪টি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

নিয়োগযোগ্য পদসমূহের মধ্যে রয়েছে উপসহকারী প্রকৌশলী, সহকারী লাইব্রেরিয়ান, বৈজ্ঞানিক সহকারী, উচ্চমান সহকারী, অডিটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়কসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ। প্রতিটি পদ অনুযায়ী বেতন স্কেল নির্ধারিত হয়েছে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, সর্বনিম্ন স্কেল ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৩০,২৩০ টাকা পর্যন্ত। আবেদনকারীর বয়স ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা, আনসার ও অন্যান্য কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক। ২০২৫ সালের ৭ আগস্ট সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং শেষ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত পরীক্ষার ফি টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। পদের গ্রেড অনুসারে ফি নির্ধারিত হয়েছে — সর্বোচ্চ ২২৩ টাকা এবং সর্বনিম্ন ৫৬ টাকা (ভ্যাটসহ)। অনগ্রসর নাগরিকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষার স্থান, সময় ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য এসএমএস ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করতে বলা হয়েছে।