অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরির সুযোগ দিচ্ছে যমুনা গ্রুপ


ছবি সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্লাজা সেলস বিভাগে এক্সিকিউটিভ পদে ১০০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৫ থেকে, যা চলবে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের কাছ থেকে কোনো পূর্ব অভিজ্ঞতা চাওয়া হচ্ছে না। তবে হোম অ্যাপ্লায়েন্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের বিষয়ে ভালো জ্ঞান থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি MS Office (Excel, Word) ব্যবহারে দক্ষতা এবং কোম্পানির JRP/POS সফটওয়্যার দ্রুত শেখার সক্ষমতা থাকতে হবে।
যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২২ বছর। নির্বাচিত প্রার্থীদের ফুলটাইম ভিত্তিতে দেশের যেকোনো স্থানে কাজ করার সুযোগ থাকবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং যোগ্য প্রার্থীরা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। কর্মক্ষেত্র অফিসভিত্তিক হবে বলে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীরা যমুনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট https://jamunagroup.com.bd
ভিজিট করে বিস্তারিত তথ্য ও আবেদন লিংক দেখতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৮ নভেম্বর ২০২৫।









