বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ পদে চাকরি, আবেদন শেষ ২২ জুলাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৫ এ ৪:৩৯ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উচ্চতর বেতন স্কেলে ২৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে আগ্রহী প্রার্থীদের ২২ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনকারীকে প্রথমে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড শেষে স্বয়ংক্রিয়ভাবে আবেদন ফরম তৈরি হবে, যা প্রিন্ট করে সাত সেটে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

নিয়োগকৃত পদের তালিকা ও বেতন স্কেল:

১. প্রধান প্রকৌশলী – ১টি পদ (বেতন: ৫০,০০০–৭১,২০০ টাকা)
২. প্রধান খামার তত্ত্বাবধায়ক – ১টি পদ (বেতন: ৫০,০০০–৭১,২০০ টাকা)
৩. অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) – ১টি পদ
৪. অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক – ১টি পদ
৫. এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) – ১টি পদ
৬. এডিশনাল ডিরেক্টর (পরিকল্পনা ও উন্নয়ন) – ১টি পদ
৭. পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ – ১টি পদ (বেতন: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা)
৮–১৫. ডেপুটি/উপপরিচালক ও ডেপুটি রেজিস্ট্রার সহ ৮টি পদ (বেতন: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা)
১৬–১৮. নির্বাহী প্রকৌশলী, খামার তত্ত্বাবধায়ক – ৩টি পদ (বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা)
১৯–২৪. সহকারী পরিচালক/রেজিস্ট্রার – ৬টি পদ (বেতন: ২৯,০০০–৬৩,৪১০ টাকা)
২৫. সহকারী প্রকৌশলী – ১টি পদ (বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা)

আবেদন প্রক্রিয়া:

  • অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।

  • আবেদন ফি: ২০০ টাকা (অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পরিশোধযোগ্য)

  • অনলাইন আবেদন শেষে ফরম ও কাগজপত্রের ৭ সেট ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ জুলাই, ২০২৫

আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।

 

আজকের প্রথা/এআর