যুদ্ধবিরতির পরও গাজায় হামলা ইসরাইলের

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩০ অক্টোবর, ২০২৫ এ ৩:২৩ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দেওয়ার পরও নতুন করে গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো এই হামলায় অন্তত দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন কিশোর।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে হামাসের অস্ত্র মজুত ছিল এবং সেটি তাদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। তবে স্থানীয়রা জানিয়েছে, হামলার স্থানে কোনো সামরিক অবকাঠামো ছিল না, বরং তা ছিল সাধারণ আবাসিক এলাকা।

এই ঘটনাকে কেন্দ্র করে গাজার নাজুক যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে মঙ্গলবার রাতে রাফা শহরে ইসরাইলের তীব্র বোমা হামলায় নিহত হন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই হামলাকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছিলেন।

ইসরাইল দাবি করে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং এতে ডজনখানেক যোদ্ধা নিহত হয়েছে। হামলার পরদিনই তারা যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিলেও, একই দিনের সন্ধ্যায় আবারও নতুন হামলা চালানোয় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক এই হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো “ঝুঁকির মুখে নয়”। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, তারা এ ঘটনায় হতাশ হলেও এখনো শান্তি আলোচনার পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার আশা রাখে।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস গাজার বেসামরিক নাগরিকদের ওপর এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই হামলায় বহু শিশু প্রাণ হারিয়েছে, যা মানবতার পরিপন্থী ও গভীর উদ্বেগজনক।