দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত


দক্ষিণ চীন সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। ছবি: সংগৃহীত
দক্ষিণ চীন সাগরে মাত্র আধঘণ্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে পাঁচজন ক্রু সদস্যই জীবিত ও নিরাপদ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে দক্ষিণ চীন সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান এবং এমএইচ–৬০আর সি হক হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পৃথকভাবে দুর্ঘটনায় পড়ে।
প্যাসিফিক ফ্লিটের জারি করা বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমানের দুই পাইলটও ইজেক্ট সিস্টেমের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসেন। বর্তমানে পাঁচজনই স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ফ্লিটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরপর দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা বাহ্যিক হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করতে ইউএসএস নিমিৎজকে সেখানে মোতায়েন করা হয়েছিল। অবসরে যাওয়ার আগে এটি বর্তমানে শেষ মিশনে অংশ নিচ্ছে।










