রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারালেন কলম্বিয়ার প্রভাবশালী নেতা


নির্বাচনী প্রচারণায় হামলা - নিহত মিগেল উরিবে। ছবি : সংগৃহীত
কলম্বিয়ার রক্ষণশীল রাজনৈতিক দল ‘ডেমোক্র্যাটিক সেন্টার’-এর প্রভাবশালী সদস্য ও সেনেটর মিগেল উরিবে তীব্র রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। গত ৭ জুন ২০২৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি সশস্ত্র হামলার মুখে পড়েন এবং গুলিবিদ্ধ হন। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ১টা ৫৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরটি তাঁর স্ত্রী মারিয়া তারাজোনা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন। তিনি লেখেন, “ঈশ্বর আমাকে জীবিত থাকতে শিখিয়েছেন, থেকো আমার জীবনের ভালোবাসা। আমি আমাদের সন্তানদের যত্ন নেব।” প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পর উরিবেকে সান্তা ফেই ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্নায়ুতন্ত্রে মারাত্মক রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবে গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, দেশপ্রেমিক ও অবিচল সংগ্রামী।”
কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, হামলার মূল পরিকল্পনাকারীদের সন্ধান এখনো চলছে। প্রাথমিক তদন্তে স্থানীয় এক মাদক চক্রের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে বিকল্প রাজনৈতিক শক্তির সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য সংযোগ নিয়েও অনুসন্ধান চলছে।
মিগেল উরিবের রাজনৈতিক জীবন শুরু হয় মাত্র ২৫ বছর বয়সে, যখন তিনি বোগোটা সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন তৎকালীন নেতা গুস্তাভো পেত্রোর কঠোর সমালোচক। ২০২২ সালে সেনেটে নির্বাচিত হয়ে ‘ডেমোক্র্যাটিক সেন্টার’-এর অন্যতম শীর্ষস্থানীয় নেতায় পরিণত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, বাবা ও এক বোন রেখে গেছেন।