কে ভালো চান আর কে খারাপ চান, এখন বুঝি : নায়িকা দীঘি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৩ অক্টোবর, ২০২৫ এ ৬:৫৫ এএম
নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নিজের নতুন চলচ্চিত্র ‘বিদায়’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবি: সংগৃহীত

নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নিজের নতুন চলচ্চিত্র ‘বিদায়’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি শৈশবকালেই আলোচনায় আসেন শিশুশিল্পী হিসেবে। অল্প বয়সেই অভিনয়ে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। পরবর্তীতে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেকের পরও প্রশংসা ও সমালোচনা—দুই-ই তাকে ছুঁয়ে গেছে। তবে এখন আর সেই সমালোচনাগুলো তাকে প্রভাবিত করে না। দীঘির মনোযোগ এখন কেবল নিজের কাজ ও ভালো কিছু সৃষ্টির দিকে।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত চলচ্চিত্র ‘জংলি’। এই সিনেমার মাধ্যমে আলোচনায় ফের আসেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। সুনামগঞ্জের মনোরম লোকেশনে চলছে শুটিংয়ের কাজ, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে সিনেমার কিছু দৃশ্য ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি জানান, নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু সেই সমালোচনাগুলোই তাকে শক্ত হতে শিখিয়েছে। তার ভাষায়, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা হবেই, কিন্তু এখন আর সেসব নিয়ে ভাবি না। আগে কষ্ট পেতাম, এখন বুঝেছি, অনেকেই অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখাতে চায়।”

তিনি আরও বলেন, “তারা কাউকে শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা—তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।”

দীঘি জানিয়েছেন, একসময় শরীর নিয়ে নানা মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ওজন বেড়ে যায়। “সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়,” বলেন দীঘি। “মানুষ নানা কথা বলত। কিন্তু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিরে পেয়েছি। এখন আমি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী ও শক্ত।