ব্লাডি মেরি হয়ে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, প্রকাশ্যে ফার্স্ট লুক


রক্তাক্ত জলদস্যু ‘ব্লাডি মেরি’ রূপে প্রিয়াঙ্কা চোপড়া, দ্য ব্লাফ সিনেমার ফার্স্ট লুকে চমক। ছবি: সংগৃহীত
বলিউড থেকে হলিউডে পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও ফিরছেন বড় পর্দায়। আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা দ্য ব্লাফ-এ তিনি অভিনয় করেছেন উনিশ শতকের জলদস্যু চরিত্র ‘এরসেল বডেন’, যিনি পরিচিত ‘ব্লাডি মেরি’ নামে। সম্প্রতি প্রকাশ পাওয়া ছবিটির ফার্স্ট লুকে তার রক্তাক্ত, আক্রমণাত্মক উপস্থিতি ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।
সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, সমুদ্রসৈকতে ভয়ংকর ভঙ্গিতে হলিউড অভিনেতা কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা। তার সারা শরীর রক্তে ভেজা, চোখেমুখে প্রতিহিংসার ছাপ এবং হাতে উদ্যত তরবারি। এই লুক দেখেই নেটিজেনদের একাংশ তাকে ‘লেডি জ্যাক স্প্যারো’ বলে আখ্যা দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, “মা, রক্ষক, জলদস্যু। আলাপ করুন ‘ব্লাডি মেরি’র সঙ্গে।” তার এই সংক্ষিপ্ত ক্যাপশনেই স্পষ্ট হয়ে ওঠে চরিত্রটির বহুমাত্রিক রূপ ও আবেগের গভীরতা।
দ্য ব্লাফ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ভয়ংকর জলদস্যুর জীবনকে ঘিরে। এরসেল বডেন একসময় সমুদ্রে দাপটের সঙ্গে রাজত্ব করলেও অতীতের অন্ধকার জীবন ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপে মাতৃত্বের শান্ত জীবন বেছে নেন। তবে নিয়তি তাকে সেই শান্তি দীর্ঘদিন উপভোগ করতে দেয় না।
পুরোনো দস্যু দলের সদস্যরা যখন তার বর্তমান জীবনে আঘাত হানে, তখন নিজের সন্তানদের রক্ষা করতে আবারও রণংদেহি রূপে ফিরে আসতে বাধ্য হন তিনি। এখানেই গল্পে নতুন মাত্রা যোগ করে প্রতিশোধ, মাতৃত্ব আর টিকে থাকার লড়াই।
প্রিয়াঙ্কার এই আগ্রাসী রূপ দেখে মুগ্ধ তার স্বামী ও পপ তারকা নিক জোনাস। এর আগে ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ এবং ‘সিটাডেল’-এ অ্যাকশন দৃশ্যে নজর কাড়লেও, দ্য ব্লাফ-এ তাকে আরও নিষ্ঠুর ও দক্ষ যোদ্ধা হিসেবে দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছে ফার্স্ট লুক।
আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা এবার জলদস্যু হয়ে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।









