ড. ইউনূসকে মার্কিন প্রেসিডেন্টের চিঠি

বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক! ট্রাম্পের ঘোষণা কার্যকর ১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৫ এ ৭:২৪ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো একটি চিঠিও তিনি সেখানে শেয়ার করেন, যাতে শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করা হয়েছে।এদিন শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের আমদানি পণ্যের ওপর নতুন শুল্কহার ঘোষণার কথা জানান ট্রাম্প।

এর আগে গত ৩ এপ্রিল তিনি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও, তা পরবর্তীতে তিন মাসের জন্য স্থগিত করা হয়।ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে ট্রাম্প বলেন,"২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো যেকোনো বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

কেউ যদি তৃতীয় দেশের মাধ্যমে এই পণ্য পাঠানোর চেষ্টা করে, তাহলে তার ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। তবে, যদি বাংলাদেশি বা সংশ্লিষ্ট কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়, তাহলে শুল্ক প্রযোজ্য হবে না।

"চিঠিতে আরও বলা হয়, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে, তবে সেই বাড়তি শুল্কহার যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশের সঙ্গে যোগ হয়ে কার্যকর হবে। এ প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন,"বাংলাদেশ যদি পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে।