অনিয়ম ও ব্যর্থতায় বন্ধ হলো ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৫ এ ৫:২৩ এএম
নতুন প্ল্যাটফর্ম আনছে বাংলাদেশ ব্যাংক, বাতিল হলো ‘বিনিময়’। ছবি : সংগৃহীত

নতুন প্ল্যাটফর্ম আনছে বাংলাদেশ ব্যাংক, বাতিল হলো ‘বিনিময়’। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অনিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’-এর কার্যক্রম বাতিল করেছে। ২০২২ সালের নভেম্বরে চালু হওয়া প্ল্যাটফর্মটি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে নিরাপদ ও স্বচ্ছ লেনদেন সহজ করতে তৈরি করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সরকার পরিচালিত ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) বিভাগীয় তত্ত্বাবধানে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয় করে।

চালু হওয়ার পর থেকেই প্ল্যাটফর্মটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নানা অনিয়ম এবং চুক্তিভঙ্গের অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের মতে, প্ল্যাটফর্মটি চালু করতে কেন্দ্রীয় ব্যাংককে চাপ প্রয়োগ করা হয়েছিল এবং কার্যক্রম পরিচালনার জন্য প্রতিশ্রুত ফি দীর্ঘ সময় ধরে পরিশোধ করা হয়নি।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে জানান, “চুক্তি অনুযায়ী বাধ্য হয়েই কেন্দ্রীয় ব্যাংক এই প্ল্যাটফর্ম চালু করে, কিন্তু অনিয়মের কারণে এখন তা স্থগিত করা হয়েছে।”

২০১৯ সালে সই হওয়া চুক্তি অনুযায়ী সরকারি অর্থায়নে বাংলাদেশ ব্যাংক প্ল্যাটফর্মটি পরিচালনার কথা ছিল। কিন্তু ব্যাংকটি জানিয়েছে, গত সাত-আট মাসে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এদিকে, বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশনের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেন সোর্স প্ল্যাটফর্ম মোজালুপের সঙ্গে যৌথভাবে নতুন আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে। চলতি বছরেই নতুন প্ল্যাটফর্মটি চালু করার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর আদলে ‘বিনিময়’ তৈরি হলেও এটি কার্যকরভাবে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়। প্ল্যাটফর্মটির সীমিত ফিচার, প্রচারের অভাব এবং ব্যাংকগুলোর অংশগ্রহণে অনীহা এর ব্যর্থতার পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাতিল হওয়ার আগ পর্যন্ত ‘বিনিময়’ প্ল্যাটফর্মটি আটটি ব্যাংক, তিনটি এমএফএস এবং দুটি পিএসপি ব্যবহার করছিল।