রাজধানীতে ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’, টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্ব আরোপ


ছবি : সংগৃহীত
টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে ব্যবসায়ী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও জলবায়ুবিশেষজ্ঞদের এক ছাতার নিচে আনতে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’। আজ শনিবার দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য ছিল টেকসই ভবিষ্যৎ নিয়ে সমন্বিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়।
ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই সামিট অনুষ্ঠিত হয়। এ আয়োজনে পরিবেশনায় ছিল আকিজ বশির গ্রুপ এবং সঞ্চালনায় এসএমসি এন্টারপ্রাইজ।
দিনব্যাপী আয়োজনে উপস্থাপিত হয় তিনটি প্রবন্ধ, তিনটি প্যানেল আলোচনা, দুটি ইনসাইট সেশন এবং একটি বাস্তব কেস স্টাডি। আলোচনায় উঠে আসে—কীভাবে দেশের বিভিন্ন ব্র্যান্ড, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।
সামিটের উদ্বোধনী বক্তব্যে ব্র্যান্ড ফোরামের গ্রুপ নির্বাহী কর্মকর্তা সাজিদ মাহবুব বলেন, ‘টেকসই ব্যবস্থা এখন আর কোনো বিকল্প নয়, বরং এটি ভবিষ্যতমুখী ব্যবসার ভিত্তি। আমরা চাই একটি কার্যকর সংলাপ গড়ে তুলতে, যা নেতৃত্বদানকারী ব্যক্তিদের টেকসই উদ্যোগে অনুপ্রাণিত করবে।’
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিন্ডে বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক শেহজাদ মুনিম, ইউনেসকোর শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কর্মসূচির চেয়ার মোহাম্মদ নুরুন্নবী এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র স্ট্র্যাটেজি অ্যাডভাইজর রজার লেভারমোর।
শেহজাদ মুনিম বলেন, ‘এসডিজি অর্জন এখন শুধু বিকল্প নয়, বরং টিকে থাকার শর্ত। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কোনো দাতব্য কাজ নয়; এটি এখন ব্যবসা ও প্রশাসনের মূল চালিকাশক্তি।’
সামিটের একটি বিশেষ সেশনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে তরুণেরা টেকসই উন্নয়ন ও ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে নিজেদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সেশনটি সঞ্চালনা করেন সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের প্রজেক্ট লিড জান্নাতুল ফেরদৌসী।
আলোচনায় আরও অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সোশ্যাল মার্কেটিং এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, বাংলাদেশ ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের পরিচালক দেবাশীষ রায়, কোটস সাউথ এশিয়ার হেড অব এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি তাসনীম তায়েব, গ্রামীণ ডানোন ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, ইডটকো বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক সুনীল আইজ্যাক এবং বিআইডিএস-এর মহাপরিচালক এনামুল হক।
আয়োজকরা আশা করছেন, এই সম্মেলন ভবিষ্যতের জন্য টেকসই ব্যবসা ও সমাজ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।
আজকের প্রথা/ইতি