যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্কে কমেছে চীন ও বাংলাদেশের পোশাক রপ্তানি


তৈরি পোশাক কারখানা ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্র গত এপ্রিল থেকে ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর করার পর মে মাসে দেশটির বাজারে চীন ও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমে গেছে।
অপরদিকে, এই পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (USITC) ও অটেক্সা (OTEXA)–এর তথ্য অনুযায়ী, শুল্কের প্রভাবে মে মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫৫ কোটি ডলারে নেমে আসে, যেখানে এপ্রিলে এই রপ্তানির পরিমাণ ছিল ৭৬ কোটি ডলার। অর্থাৎ মাত্র এক মাসেই রপ্তানি কমেছে প্রায় ২১ কোটি ডলার।
অন্যদিকে, চীন থেকে মে মাসে রপ্তানি হয় ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক, যা এপ্রিলের তুলনায় ২০ কোটি ডলার কম। গত বছরের মে মাসে চীন রপ্তানি করেছিল ১১৬ কোটি ডলারের পণ্য, ফলে এ বছরের মে মাসে রপ্তানি কমেছে ৫২ শতাংশ।
তবে ভিয়েতনামের রপ্তানি বেড়ে মে মাসে দাঁড়ায় ১২৩ কোটি ডলারে, যা গত বছরের মে মাসের তুলনায় ১৯ শতাংশ বেশি। ভিয়েতনাম চলতি বছরের জানুয়ারি থেকেই প্রতি মাসে ১ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে।
এদিকে, ভারতের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল। মে মাসে তারা ৪৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা এপ্রিলের তুলনায় মাত্র ৩ কোটি ডলার কম।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার রপ্তানি ৮ কোটি ডলার কমে দাঁড়ায় ২৯ কোটি ডলারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বিশ্বের ৫৭টি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের জন্য তখন বাড়তি শুল্ক ছিল ৩৭ শতাংশ। ৯ এপ্রিল শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়, তবে ন্যূনতম ১০ শতাংশ হার কার্যকর রাখা হয়।
৭ জুলাই হোয়াইট হাউস থেকে নতুন করে ১৪টি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা আসে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হবে ৩৫ শতাংশ। এতে গড় শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশ। এই বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের প্রতিনিধিদল।
বিকেএমইএ–র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানিয়েছেন, ঈদের ছুটি এবং পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কারণে কিছু ক্রয়াদেশ স্থগিত হয়েছে। এর প্রভাবেই মে মাসে রপ্তানি কমেছে। তিনি আরও বলেন, শুল্কহার চূড়ান্ত না হওয়ায় অনেক বিদেশি ক্রেতা এখনো নতুন অর্ডার দিতে দ্বিধায় রয়েছেন।
সামগ্রিকভাবে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাংলাদেশ ৩৪৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।