আজকের স্বর্ণের বাজার দর: ৬ সেপ্টেম্বর ২০২৫

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:২৭ এএম
টানা তিন দফায় বাড়ল স্বর্ণের দাম। ছবি:সংগৃহীত

টানা তিন দফায় বাড়ল স্বর্ণের দাম। ছবি:সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা তিন দফায় বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। এই তিন দফায় মোট ৪ হাজার ১৮৭ টাকা বাড়ানো হয়েছে। সবশেষ গত ৩ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকায়, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়লেও দেশে অপরিবর্তিত রয়েছে রুপার বাজারদর। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায়।

এর আগে গত সোমবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এরও আগে গত শনিবার ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

তবে এর আগে ২৬ আগস্ট দাম কমিয়েছিল বাজুস। ২৪ জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এরপর ২৭ আগস্ট নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৪৭ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।