৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাট (জেলা) প্রতিনিধি
জয়পুরহাট (জেলা) প্রতিনিধি
৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:০০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার দিবাগত রাতের এ ঘটনায় কেউ হতাহত হননি, তবে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছাড়ার পর ভদ্রকালি এলাকায় পৌঁছে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভ্রমণরত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে ট্রেনটি থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু পার হওয়ার পর বগির ভেতর থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে থাকে। এ সময় যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করলে ট্রেনকর্মীরা পরিস্থিতি সামাল দেন। পরে লাইনচ্যুত বগিটি ট্র্যাক থেকে সরে গেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত বগুড়ার সান্তাহার জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। লাইনচ্যুত বগিটি উদ্ধার কার্যক্রম শেষে সকাল ৯টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তি পোহাতে বাধ্য হয়েছেন। যাত্রীরা ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।