হাজতে সিগারেট হাতে মোবাইলে কথা বলছেন বিএনপির সাবেক নেতা

শরীয়তপুর (জেলা) প্রতিনিধি
শরীয়তপুর (জেলা) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:২৮ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত সাবেক বিএনপি নেতা লিটন হাওলাদারকে থানার হাজতে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। খাট, তোষক, মোবাইল এবং সিগারেটসহ নানা সুবিধা দিয়ে তাকে আলাদা কক্ষে রাখা হয়েছে বলে অভিযোগ। এই ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

লিটন হাওলাদার (৪৮) গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি। একটি সিআর মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত তিনি ১৬ সেপ্টেম্বর রাতে থানায় গ্রেপ্তার হন। তবে অভিযোগ অনুযায়ী, অন্যান্য আসামিদের থেকে আলাদা করে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয় এবং পরের দিন আদালতে পাঠানো হয়।

ছবিগুলোতে দেখা যায়, লিটন হাওলাদার সিগারেট হাতে বসে মোবাইলে কথা বলছেন। এছাড়া খাট ও তোষকসহ ভিআইপি পরিবেশে হাজতে থাকার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেউ গোপনে এই ছবি মোবাইল ফোনে ধারণ করেছেন এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, আসামি অসুস্থ দাবি করলে তাকে হাজতে থাকার অনুমতি দেওয়া হয়। তবে হাজতে বিছানা বা মোবাইলে কথা বলার ব্যবস্থা কে বা কারা করেছেন, তার তথ্য নেই। তিনি বলেন, “যদি কেউ এমন করে থাকেন, তা খতিয়ে দেখব। মানুষের ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, অসুস্থ হলে আসামিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা উচিত। মোবাইলে কথা বলার বিষয়টি তদন্ত করা হবে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সাক্ষীর বক্তব্যের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে। প্রমাণিত হলে লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।