সেপটিক ট্যাংক খুলতে গিয়ে পাবনায় দুই শ্রমিকের মৃত্যু


পাবনার বেড়ায় সেপটিক ট্যাংক খোলার সময় দুই শ্রমিকের মৃত্যু ছবি : সংগৃহীত
পাবনার বেড়া পৌর এলাকায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তাহেজ উদ্দিনের বাড়িতে নির্মাণ করা সেপটিক ট্যাংকের নির্মাণসামগ্রী অপসারণের সময় শ্রমিকরা প্রাণ হারান।
মৃতরা হলেন পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং আ. গফুরের ছেলে মস্তাকিন (২১)। এছাড়া আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত রবিউল ইসলামকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃশালিখা গ্রামের স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়দের স্বীকারোক্তি অনুযায়ী, সেপটিক ট্যাংকের শাটার খোলার সময় অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটেছে।
বৃদ্ধ ওসি অলিউর রহমান জানান, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় বেড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন আহত শ্রমিকের চিকিৎসা এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তৎপর রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সেপটিক ট্যাংক বা ম্যানহোলের মতো নির্মাণ কার্যক্রমে নিরাপত্তা বিধি মেনে না চলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
ঘটনাটি স্থানীয় সমাজে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। শ্রমিকদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য স্থানীয় কর্তৃপক্ষও তৎপর।