শার্শা সীমান্তে বিএসএফের পুশ ইন - ভারতীয়সহ তিন বাংলাভাষী

শার্শা ( যশোর ) প্রতিনিধি
শার্শা ( যশোর ) প্রতিনিধি
১৭ আগস্ট, ২০২৫ এ ৭:১৩ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতে এক ভারতীয় নাগরিকসহ তিন বাংলাভাষীকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত ৩টায় ভারতের মোস্তফাপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়ার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও তাঁর ভাই সাগর শেখ (২৮), এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শার্শা থানা সূত্রে জানা গেছে, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, বিএসএফ তাদের তারকাঁটা পার করে বাংলাদেশে পাঠিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ফেরত আসা শাহিন শেখ জানান, দীর্ঘদিন তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। ৫ আগস্ট সেখানে পুলিশের হাতে ধরে সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক থাকার পর শুক্রবার রাত ৩টার দিকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ভারতীয় নাগরিক সম্পর্কে তিনি বলেন, আমরা তাকে চিনি না, বিএসএফ ক্যাম্পে তার সঙ্গে দেখা হয়েছে।

শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, শালকোনা সীমান্ত দিয়ে পুশইনের বিষয়টি তাদের জানা ছিল না। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, রাতে সীমান্ত দিয়ে আসা তিনজনকে পুলিশ আটক করেছে। বাংলাদেশি দুইজনকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থা গ্রহণ করেছে, আর ভারতীয় নাগরিককে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় প্রশাসনের তৎপরতার প্রয়োজনীয়তা আবারও浮ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তার পাশাপাশি সীমান্ত আইন মেনে চলার বিষয়টি গুরুত্ব বহন করছে।