Something went wrong

মধুপুরে  সাপের কামড়ে বিদেশ ফেরত যুবকের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ জুলাই, ২০২৫ এ ১২:৪৪ এএম
সাপের কামড়ে নিহত রায়হানের ছবি: আজকের প্রথা

সাপের কামড়ে নিহত রায়হানের ছবি: আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে রায়হান (২২) নামের সিঙ্গাপুরফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রায়হান মধুপুর পৌর এলাকার বিপ্রবাড়ী গ্রামের বাসিন্দা বাছেদ আলীর ছেলে। তিনি কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন।

রায়হানের কাকী শরীফা খাতুন জানান, রোববার (৬ জুলাই) সন্ধ্যায় রায়হান বাড়ির কাছে ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকার ‘চাঁদের হাসি কফি হাউজ’-এর সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় পায়ে অজ্ঞাত একটি বিষাক্ত প্রাণীর কামড় অনুভব করেন তিনি। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে ৯টার দিকে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং রাত ১টার দিকে জটিল অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন, তাকে বিষধর সাপ কামড়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন, “আমার কাছে এখনো এমন কোনো তথ্য নেই।”


আজকের প্রথা/এআর