মধুপুরে নাগরিক দুর্ভোগ কমাতে ও ফুটপাত দখল রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ


ফুটপাত দখল করে দোকান বসানোয় ব্যবসায়ীদের জরিমানা। ছবি:সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মির্জা মো. জুবায়ের হোসেন।
অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দখল করে দোকান বসানোয় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেশ কিছু মালপত্র জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী এক শ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় নাগরিক দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উদ্যোগে বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও পুরনো চিত্র ফিরে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত দখল না করার আহ্বান জানানো হয়েছিল। তবে সে আহ্বানে সাড়া মেলেনি। তাই জনস্বার্থে এবার কঠোর অভিযানে নামতে হয় প্রশাসনকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন বলেন, “সড়কের দুই পাশের ফুটপাতে নির্মিত ড্রেনের ওপর টাইলস বসানো হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব টাইলস নষ্ট করছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
অভিযান চলাকালীন মধুপুর থানার পুলিশ সদস্যসহ প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।