মধুপুরে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


মধুপুরের হাওদা বিলের ব্রীজ সংলগ্ন অংশ থেকে ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয় । ছবিঃ আজকের প্রথা
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে জলছত্র হাওদা বিল ব্রীজ সংলঘ্ন অংশ থেকে ২০ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন (ইউএনও) এর উপস্থিতিতে এসব জাল জব্দ করে ধ্বংস করা হয় । অভিযানে মধুপুর থানার একটি চৌকস দল এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, এই জাল পরিবেশ ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধরা পড়ে যা দেশের মৎস্য সম্পদের ক্ষতি করে। নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।