মধুপুরে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে বাড়ি ভষ্মীভূত


ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুরে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে বসত বাড়ি ভষ্মীভূত হয়েছে। রোববার ভোর সাড়ে ৫ টায় মধুপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের দামপাড়া গ্রামের মামুন মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধুপুর স্টেশনের একটি টিম খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, মামুন পাশের উপজেলা ঘাটাইলে চাকরি করেন। প্রতিদিনের মতো ভোরে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করার সময় গ্যাস লিক হয়ে যায়। এতে হঠাৎ আগুন লেগে দ্রæত ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে সব কিছু ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
মধুপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হান্নান জানান, সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত। প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি ৫০ হাজার টাকার সম্পদ পুড়ে যাওয়ার কথা জানান। তবে বাড়ির লোকদের দাবি, দুই লক্ষাধিক টাকার সম্পদ পুড়েছে।