বগুড়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া ( জেলা ) প্রতিনিধি
বগুড়া ( জেলা ) প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৫ এ ৪:১৭ এএম
রাসেল আহমেদ ছবি : সংগৃহীত

রাসেল আহমেদ ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় ঘুম থেকে ডেকে তুলে রাসেল আহম্মেদ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ার বাসিন্দা আবু বক্করের ছেলে। নিহতের বাবা জানান, রাতে কয়েকজন যুবক বাড়িতে এসে রাসেলকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা রাসেলের বুকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বগুড়ার নারুরি ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) শফিকুর ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

এই হত্যাকাণ্ডে স্থানীয়রা হতবাক হয়ে পড়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছে।