পটুয়াখালী বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে - আহত ১০


নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পরে যায়। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল-লেবুখালী-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায়। এতে গাড়িতে থাকা ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি ১১ জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাউফল-বগা সড়কের আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। যাত্রীরা অভিযোগ করেছেন, বাউফল-বগা সড়কটি ছোট এবং এই সড়ক দিয়ে চালকরা প্রায়ই বেপরোয়া গাড়ি চালান, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এক যাত্রী আশ্রাফ (৪০) জানান, “চালককে বার বার গতি কমানোর জন্য বলা হলেও তিনি তা মানেননি। কিছুক্ষণ পরেই বাসটি পুকুরে পড়ে যায়।” আহতদের মধ্যে একজন গুরুতর থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, বাকিরা সহজ চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিক বলেন, “ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং গাড়ি উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এ ধরনের দুর্ঘটনা স্থানীয়দের জন্য একটি সতর্কবার্তা। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের নজরদারি আরও কার্যকর হওয়া প্রয়োজন।