নওগাঁয় নিজ বাড়ি থেকে একসঙ্গে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার


নওগাঁর পোরশা উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রীর মরদেহ, তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রামে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী রাতে তাদের দুই কন্যাকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের মেয়ে ঘুম থেকে উঠে দেখেন, মা বিছানায় নিথর পড়ে রয়েছেন এবং বাবা গলায় রশি বেঁধে তীরের সঙ্গে ঝুলছেন।
ঘটনা দেখে ছোট মেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে স্থানীয়রা ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।