ধনবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ জুলাই, ২০২৫ এ ১:১১ এএম
প্রতিকি ছবি : সংগৃহীত

প্রতিকি ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পানিতে ডুবে আড়াই বছর বয়সের শাওন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাওন ধনবাড়ী উপজেলার ভাইঘাট চেরাভাঙ্গা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

প্রতিবেশী মফিজ উদ্দিন জানান, শাওন সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। দুপুরে বৃষ্টির সময় শিশুটিকে খুঁজে না পেয়ে স্বজনেরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর ওই ডোবার তীরে তার মরদেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহীদুল্লাহ বলেন, “এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই।”