ঢাকায় ডিবির অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার


ঝিনাইদহে হত্যা মামলার আসামি দুই নেতা ঢাকায় গ্রেফতার। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার পান্থপথ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, দুই নেতাকে একই স্থান থেকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। এর মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা এবং বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলা।
ওসি আরও জানান, আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদ গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের অবস্থান গোপন ছিল। অবশেষে গোয়েন্দা পুলিশের তৎপরতায় তারা ধরা পড়েন।
তাদের গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।