যাত্রী চালালেন গাড়ি-পথেই শেষ হলো তিনজনের যাত্রা


ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের মাওয়ায় ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকা থেকে ভাড়া করা প্রাইভেট কারে চার যাত্রী বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক গাড়ি রাস্তার পাশে রেখে টয়লেটে গেলে যাত্রীদের একজন চালকের অনুপস্থিতিতেই গাড়িটি চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। গাড়িতে তখন আরও তিন যাত্রী ছিলেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতি আর চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী রবিন হোসেন বর্তমানে চিকিৎসাধীন।
নিহতরা হলেন— রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) এবং তানজিল (২৫)। আহত রবিন হোসেনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, “হতাহতরা ভাড়া করা প্রাইভেট কারে ঘুরতে এসেছিলেন। পরে চালক টয়লেটে গেলে এক যাত্রী গাড়ি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।” তিনি আরও জানান, গাড়িটি চুরি করে পালানোর চেষ্টা হয়েছিল কি-না তা তদন্তের পর বলা সম্ভব হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেওয়াই দুর্ঘটনার প্রধান কারণ। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।