জামালপুরে নাশকতা মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

জামালপুর (জেলা) প্রতিনিধি
জামালপুর (জেলা) প্রতিনিধি
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:১৮ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালা (৩৫) গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মালাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা মামলার একাধিক অভিযোগে মালিহা আক্তার মালাকে গ্রেপ্তার করা হয়েছে।

মালিহা আক্তার মালা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে নাথপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৪ সালের নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও মালা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করার পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আরও জানায়, মালাহর বিরুদ্ধে অন্য একটি মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।