চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে খুন

চুয়াডাঙ্গা (জেলা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা (জেলা) প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৫ এ ৯:৪৩ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। এতে আপন ভাতিজা ও ভাগ্নের হামলায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার আলোকদিয়া ও ভালাইপুরের মধ্যবর্তী মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন তৈয়ব আলী (৪০) এবং তার ছেলে মিরাজ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের সঙ্গে তাদের আপন আত্মীয় বাবু (৪৩) ও রাজুর (৩২)-এর প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান আসেনি। মঙ্গলবার সকালে তৈয়ব আলী ও তার ছেলে মাঠে পাট শুকানোর কাজ করছিলেন। হঠাৎ বাবু ও রাজু তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

অস্ত্রাঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন। মারাত্মকভাবে আহত তৈয়ব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহীতে রেফার করা হয়। কিন্তু পথে দুপুর আড়াইটার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।

আলোকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আল হেলাল জানান, মাস কয়েক ধরে পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার সালিশের চেষ্টা হলেও সমাধান আসেনি। অবশেষে তা মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিল।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাসের জানান, পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত দুজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।