চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের


চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের। ছবি : গ্রাফিক্স
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। আজ (বুধবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামান হোসেন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো. আইয়ুবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক জামান হোসেন ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানজট সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।