খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণ -অভিযুক্ত শাহিন মিয়া গ্রেপ্তার


খাগড়াছড়ির রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত শাহিন মিয়া গ্রেপ্তার । ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে সাত বছরের শিশু ধর্ষিত : অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদ্রাসা থেকে ফেরার পথে ৭ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক মো. শাহিন মিয়া (৫৩) কে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে তার দোকান থেকে আটক করে।
শিশুটির পরিবার জানায়, স্থানীয় একটি মাদ্রাসায় পড়ুয়া শিশুটি মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল। পথে চা দোকানি শাহিন মিয়া তাকে ফুঁসলিয়ে দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিকেলে মোটরসাইকেলে করে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি ফেরার পর শিশুটির মা ও দাদী তার শরীরে রক্ত দেখতে পান এবং পরে পুরো ঘটনা জানাজানি হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রোকসানা আক্তার জানান, “শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।