আশুলিয়ায় পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল আটক


গ্রেপ্তার জুয়েল শিকদার । ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
গ্রেপ্তার হওয়া জুয়েল শিকদার (৩৩) আশুলিয়ার বাড়ইপাড়া পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। একসময় তিনি স্থানীয় যুবলীগের পদপ্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। তবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত জুয়েল শিকদার ছাত্র-জনতার হতাহতের মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে সক্রিয় ছিলেন। পুলিশ বলছে, ন্যায্য বিচার নিশ্চিতের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।