সেন্টমার্টিন–টেকনাফ রুটে স্পিডবোট দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কক্সবাজার ( জেলা ) প্রতিনিধি
কক্সবাজার ( জেলা ) প্রতিনিধি
১ ডিসেম্বর, ২০২৫ এ ৯:২১ এএম
সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় নারী ও শিশুসহ দুজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় নারী ও শিশুসহ দুজনের মৃত্যু। ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে একটি স্পিডবোট দুর্ঘটনায় দুজন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের একজন শিশু। নিহতরা হলেন সেন্টমার্টিনের বাসিন্দা মরিয়ম বেগম (৩৫) ও পাঁচ বছরের শিশু মাহিমা। টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে নাফ নদীর মহনা ঘোরার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে সাতজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট রওনা দেয়। নাফ নদীর মহনায় ঘোরার চর এলাকায় পৌঁছালে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বোটে থাকা সকল যাত্রী পানিতে পড়ে ছড়িয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় জেলেরা একটি ফিশিং বোট নিয়ে দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। উদ্ধারকারীরা সাতজনকে তুলে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম বেগম ও শিশু মাহিমাকে মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীরা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, দুজনের মৃত্যুর ঘটনা আমরা নিশ্চিত করেছি। টেকনাফ হাসপাতালে পুলিশ টিম উপস্থিত রয়েছে। দুর্ঘটনা তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান আছে।