সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক


ছবি : সংগৃহীত
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে রওনা হয়, এর মাধ্যমে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয় রেল চলাচল।
এর আগে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে কাজ শুরু করে উদ্ধারকারী দল। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিগুলো ট্র্যাক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, “আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেল ডিপোর পাশে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।”
তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষে বর্তমানে রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং ট্রেন চলাচল নির্বিঘ্নভাবে চলছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্র্যাকের যান্ত্রিক ত্রুটির কারণে লাইনচ্যুতি ঘটেছে।










