সাভারে বৃদ্ধা ভিক্ষুকের গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৫ এ ১২:৩০ পিএম
প্রতিকি ছবি । আজকের প্রথা

প্রতিকি ছবি । আজকের প্রথা

ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে একটি মডেল মসজিদের পেছন থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার গলায় রশি প্যাঁচানো ছিল। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর বলে জানালেও পুলিশ এখনো তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয়রা জানান, নিহত ওই বৃদ্ধা ভিক্ষা করতেন। তবে তিনি কোথায় থাকতেন বা তাঁর বাড়ি কোথায়—এ নিয়ে তারা কিছু জানেন না।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধার গলায় রশি প্যাঁচানো ছিল। ঘটনাস্থলে উপস্থিত কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। পিবিআই তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পরে লাশটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসআই কাদের শেখ আরও বলেন, বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে গলায় রশি প্যাঁচানো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

আজকের প্রথা/এআরএ