শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ ( জেলা ) প্রতিনিধি
ময়মনসিংহ ( জেলা ) প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৫ এ ৫:২৫ এএম
ময়মনসিংহ বাসস্ট্যান্ডে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে । ছবি : সংগৃহীত

ময়মনসিংহ বাসস্ট্যান্ডে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে । ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিবহন শ্রমিকরা এই সিদ্ধান্ত নেন। সকাল থেকে ময়মনসিংহের মাসকান্দা টার্মিনালে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের অন্তত ৩০০টি বাস বন্ধ অবস্থায় দেখা যায়। ফলে অফিসগামী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যে যাত্রীরা বাসস্ট্যান্ডে বিপাকে পড়েছেন।

পরিবহন শ্রমিকদের দাবি, ঢাকা-ময়মনসিংহ রুটসহ ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে শ্রমিক অরুণের মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে। শ্রমিকদের অভিযোগ, একটি ঘটনায় অরুণকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং ১৬টি বাস জব্দের সিদ্ধান্তে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

অন্যদিকে যাত্রীরা বলছেন, হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, পরিবহন খাতকে রাজনীতি মুক্ত রাখা উচিত। এক যাত্রী বলেন, “গতকাল থেকে ঢাকায় যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না। এভাবে হঠাৎ বন্ধ করে দেওয়া কখনোই যুক্তিসঙ্গত নয়।”

পরিবহন শ্রমিক সোহেল রানা বলেন, “বাস বন্ধ থাকলে আমরা না খেয়ে থাকি। কিন্তু এবার শ্রমিক অরুণকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই, যাতে আর কোনো শ্রমিক হয়রানির শিকার না হয়।”

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, কিছু পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে বিষয়টিকে বড় করে তুলছে। তিনি বলেন, “ঢাকা ও বিভাগের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবেই ইউনাইটেড ও সৌখিন পরিবহন চলাচল বন্ধ আছে। আমরা দ্রুত আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ফ্যাসিবাদী মনোভাব থেকে মাসকান্দা বাসস্ট্যান্ডকে মুক্ত রাখা হয় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান আনা হয়।