মৌলভীবাজারে ভগ্নপ্রায় সড়কে ৭ ইউনিয়নের মানুষের দুর্ভোগ

মৌলভীবাজার  ( জেলা ) প্রতিনিধি
মৌলভীবাজার ( জেলা ) প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৫ এ ৫:১১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৌলভীবাজার-কাগাবলা ও মৌলভীবাজার-শমশেরগঞ্জ সড়কের বেহাল দশায় স্থবির হয়ে পড়েছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা। সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী দুটি উপজেলার চারটি ইউনিয়নের বাসিন্দারা প্রতিদিনই চরম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ভারী ট্রাক ও কাভার্ডভ্যানের চলাচলের কারণে নিম্নমানের সড়কগুলো বিভিন্ন স্থানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

সূত্রে জানা যায়, জেলা সদর থেকে কাগাবলা ও শমশেরগঞ্জ বাজারের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ সড়কগুলো ব্যবহার করে সদর উপজেলার আমতৈল, কাগাবলা, নাজিরাবাদ ইউনিয়নের আংশিক এলাকা এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভুনবী ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নের মানুষ মৌলভীবাজারে যাতায়াত করে থাকেন। দীঘিরপাড়, অলহা, সূর্যপাশা, আথানগিরি ও ধনদাশসহ একাধিক এলাকায় সড়ক খানা-খন্দে পরিপূর্ণ হয়ে পড়েছে। এতে ছোট-বড় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটছে।

দীঘিরপাড় বাজারের পল্লি চিকিৎসক জগদীশ চন্দ্র দে জানান, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রাস্তার এই দুরবস্থা চলছে। বিশেষ করে, জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ডেলিভারি রোগী নিয়ে যাতায়াতের সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী জীবন দে পলাশ জানান, রাতদিন ইটবাহী ট্রাক, কাজী ফার্মের ডিম ও ফিডবাহী কাভার্ডভ্যান চলাচলের কারণে রাস্তার এ করুণ অবস্থা হয়েছে। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এলজিইডি মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী শাহেদ হোসাইন জানান, গত জুলাই মাসে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সরেজমিন পরিদর্শন করে মেরামত প্রকল্পের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই সংস্কার কাজ শুরু হবে।