মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ - আহত ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৫ এ ১০:৪১ এএম
গ্যাস বেলুন বিস্ফোরণে আহত মোমিনুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।  ছবি : সংগৃহীত

গ্যাস বেলুন বিস্ফোরণে আহত মোমিনুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় একটি গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন ব্যক্তি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) এবং মিহাত (১৭)। প্রত্যেকেই শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা কার্যক্রম চলছে।এই বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বেলুনে ব্যবহৃত গ্যাসের অস্বাভাবিক চাপ বা অন্য কোনো কারিগরি ত্রুটি এর জন্য দায়ী হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের শারীরিক অবস্থা নিরীক্ষা করে প্রয়োজনে বিশেষ ইউনিটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এরপরই সবাই ছুটে এসে আহতদের উদ্ধার কাজে অংশ নেয়।

গ্যাস বেলুনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। সাধারণ জনগণ ও শিশুদের কাছে বেলুন বিক্রি করার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।