মধুপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় ১ ব্যক্তির মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:৫৬ এএম
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর অংশে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত জামালের মরদেহ । ছবি : আজকের প্রথা

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর অংশে সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত জামালের মরদেহ । ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুরে সড়ক পার হতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়  তিনি গারো মদ পান করা মাতাল ছিলেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেশায় হোটেল শ্রমিক নিহত জামাল মধুপুর পৌর শহরের মালাউড়ি(থানা পাড়া) এলাকার খাদেম আলীর ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা সিএনজি চালিত অটোরিকশা জামালকে ধাক্কা দেয়। তিনি ছিটকে দূরে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই সিএনজি অটোরিকশাটি দ্রুত স্থান ত্যাগ করে।

পরে ঘটনা স্থলেই মারা যান তিনি। পাশের গ্রাম থেকে মদ পান করে রাস্তা পার হওয়ার সময় জামাল এ দুর্ঘটনায় কবলিত হন বলেও জানিয়েছেন একাধিক ব্যক্তি।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।  সিএনজিটিকে আটক করা যায়নি। লাশ মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।