মধুপুরে সড়ক দুর্ঘটনা ও ফাঁসিতে ঝুলে দুই তরুণের মৃত্যু


নিহত মটরসাইকেল আরোহী রনি এবং ফাঁসিতে ঝুলে আত্মহত্যার প্রতিকি ছবি । আজকের প্রথা
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনা ও ফাঁসিতে ঝুলে দুই তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রনি নামের মোটরসাইকের আরোহী এবং এর আগে বিকেলে পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে মারা গেছে শান্ত নামে এক তরুণ ।
মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী এলাকায় ঘটে সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেল আরোহী রনি গোলাবাড়ি ব্রীজের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা গ্রামের মো.আনোয়ার হোসেনের ছেলে নিহত রনি ধনবাড়ী শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র।
অন্যদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে মধুপুর পৌর এলাকার কাইতকাই গ্রামের মো.সেলিম মিয়া (২০) গলায় ফাঁসিতে ঝুলে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে।
নিহত সেলিম ওই গ্রামেন সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, স্ত্রী তাসলিমা আক্তারের সাথে অভিমান করে বসতঘরের সিলিং ফ্যানে ঝুলে সে আত্মহত্যা করেছে।
মধুপুর থানার ওসি(তদন্ত) রাসেল আহমেদ জানান, পৃথক এ দুটি ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
আজকের প্রথা/এআর