ধনবাড়ীতে নিরাপদ খাদ্য বিপণন প্রতিষ্ঠান ‘প্রযত্ন’ উদ্বোধন

ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
৪ আগস্ট, ২০২৫ এ ১:৩১ এএম
ছবি : আজকের প্রথা

ছবি : আজকের প্রথা

‘শোনেন দেশবাসী, দেশি জাতের ধানের কথা আমি যাই বলি— ময়না গুড়ি, চিনি গুড়া, বউ জামাই, সাহেব চিকন, চামাড়া, তুলসি মালা, লাল মতি, নাজির শাইল, মোহন ভোগ, বাসমতি—’ এমন ১২৭ জাতের দেশি জাতের ধানের বর্ণনায় গান গাইলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আক্কাস আলী বয়াতি ও ইরফানের দল।

ভেজালযুক্ত খাবার ভক্ষণে ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণের বর্ণনা উঠে এলো ধনবাড়ীর কুমারগাতা গ্রামের কৃষক ওয়াসিমের গ্রামীণ ঐতিহ্যের ধুয়া গানে।

১৯৮৮ সালের বন্যার ভয়াবহতার চিত্র ছিল মাহমুদপুর গ্রামের কৃষক আজিজুল হকের উৎসারিত গানে। গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলার বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল বাড়তি আকর্ষণ। এসব আয়োজন ছিল টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার বাড়ির দীঘির উত্তর পাড়ে ‘প্রযত্ন’ নামের একটি অর্গানিক কৃষি পণ্যের বিপণন সেন্টার উদ্বোধনের। ব্যতিক্রমী আয়োজনে উদ্বোধক ছিলেন গতানুগতিক ধারার বাইরের মানুষ। পাতলাচড়ার কৃষক, লাঠি খেলোয়াড় কোরবান আলীর নেতৃত্বে আক্কাস আলী, আজিজুল হক এই বিপণন সেন্টার উদ্বোধন করেন।

শনিবার দুপুরে এ বিপণন সেন্টার উদ্বোধন হয়। উদ্বোধনের আগে ধনবাড়ী পৌর শহরে এক বর্ণাঢ্য লাঠি খেলার র‌্যালি বের হয়। র‌্যালি শেষে নবাব ইনস্টিটিউট বিদ্যালয়ের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় উল্লিখিত গ্রামীণ শিল্পীগণ ওইসব গান পরিবেশন করেন।

এ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রবীণ সাংবাদিক, ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি অধ্যাপক জয়নাল আবেদীন, যুগান্তর প্রতিনিধি এস. এম. শহীদ, বিশিষ্ট সমাজসেবক শফিউদ্দিন আহমেদ, প্রযত্নর স্বজন ও ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের রাতুল মুন্সি, সংগঠক সাইফুল্লাহ প্রমুখ।

প্রযত্ন বিপণন কেন্দ্রের স্বত্বাধিকারী ইকবাল হোসেন জুপিটার জানান, কৃষির সাথে—কৃষকের সাথে স্লোগানের ‘প্রযত্ন’ একটি নিরাপদ খাদ্য বিপণন শৃঙ্খলার নাম। দেশীয় জাতের ধানের চাল থেকে শুরু করে কৃষিজ ঐতিহ্যের সকল পণ্যের বিপণন ও সরবরাহে প্রযত্ন আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বিগত ২০১৯ সালের অক্টোবর থেকে। ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে যাত্রা শুরু করা ‘প্রযত্ন’ এবার ধনবাড়ীতে চালু হলো। এখান থেকে সাশ্রয়ী মূল্যে সারা দেশের ঐতিহ্যবাহী কৃষিনির্ভর খাদ্যপণ্য সরাসরি ও অনলাইনে সরবরাহ করা হবে।