আগামী ১১ আগস্ট

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের বৃহৎ স্বেচ্ছাসেবী মিলন মেলা

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
৫ আগস্ট, ২০২৫ এ ৮:৩৮ এএম
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম (টি.এস.এফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে  পদার্পণ উপলক্ষে ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলনমেলা

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম (টি.এস.এফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলনমেলা

উত্তর টাঙ্গাইলের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম- টিএসএফ তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহৎ সেচ্ছাসেবী মিলন মেলা করতে যাচ্ছে। আগামী ১১ আগস্ট টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে সারা দেশের ৬৪ জেলার শতাধিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।

“সত্য সম্প্রীতি ও ন্যায়ের পথে” এই স্লোগানকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালাদের চেতনাকে শাণিত ও আরও শক্তিশালী করতে এ অনুষ্ঠান হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মিলন মেলা। যা স্বেচ্ছাসেবায় নতুন দ্বার উম্মোচিত হবে। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা তানবীর হাসান খান রুবেল জানান, সংগঠনটির স্বেচ্ছাসেবীদের নিয়ে দীর্ঘ ছয় বছর যাবত মাববতার স্বার্থে অসহায় মানুষদের সেবা দিয়ে আসছেন । সংগঠনটি রক্তদান কর্মসূচি, মসজিদ মাদ্ররাসায় টিউবল স্থাপন, ঈদ উপহার, বন্যা কবলিত মানুষদের ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, গরিব পরিবারের মেয়ের বিয়েতে অর্থ দিয়ে সহায়তা, ক্যান্সার রোগীদের অর্থ প্রদান, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, জনসচেতনার লক্ষে লিফলেট বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি করে যাচ্ছে ।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর হাসান রুবেল-সভাপতিত্ব করবেন, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু, উদ্বোধক সুপারএ লায়ন্স ক্লাব অফ ঢাকা-টাঙ্গাইলের প্রেসিডেন্ট মাহমুদুল হক সানু, প্রধান আলোচক সংগঠনের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম, বিশেষ অতিথি টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পি.পি এড. মো. জহুরুল ইসলাম (জহির), এনপিবি নিউজের সম্পাদক মো. আলহাদী তালুকদার, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোস্তাক হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. সেলিম আল-মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রেজওয়ান আহমেদ শরিফ, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবু নোমান, মানবতার ফেরিওয়ালা মো. মামুন বিশ্বাস, মো. রাজিবুল ইসলাম, সাদ্দাম হোসেন সহ ৬৪ জেলার মানবতার ফেরিওয়ালাগণ উপস্থিত থাকবেন ।

আয়োজকরা জানিয়েছেন, এ মিলন মেলার মূল উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একত্রিত করা, কাজের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সমাজসেবামূলক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা শক্তিশালী করা এবং তরুণ প্রজন্মকে সমাজসেবায় যুক্ত করা । দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, দিনাজপুর, লক্ষীপুর, যশোর, নোয়াখালী, রাজশাহী, কুমিল্লা, টাঙ্গাইল,কুষ্টিয়া, সীতাকুন্ড, বগুড়া, জামালপুর, নাটোর, কক্সবাজার জয়পুরহাট, শেরপুর,চট্টগ্রাম, বান্দরবন সহ সকল জেলার শতাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন । এই অনুষ্ঠান শুধুমাত্র একটি মিলন মেলা নয়; বরং এটি মানবিক সমাজ গঠনের এক অঙ্গীকার। সাধারণ মানুষ, তরুণ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোকে এ আয়োজনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের মতে, স্বেচ্ছাসেবী চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাদের আয়োজন নিঃসন্দেহে সামাজিক উন্নয়ন ও মানবতার সেবায় একটি ঐতিহাসিক উদ্যোগ হয়ে থাকবে, যা দেশের তরুণ প্রজন্মকে সমাজসেবায় আরও অনুপ্রাণিত করবে।