টাঙ্গাইলে দুই মানবিক সংগঠনের প্রীতি ফুটবল ম্যাচ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
৫ অক্টোবর, ২০২৫ এ ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দুই মানবিক সংগঠন— কালিহাতী ব্লাড ফাউন্ডেশন ও ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠন-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ।

খেলার উদ্বোধন করেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশন-এর উপদেষ্টা ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রভাষক মোঃ হাসান আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এমন আয়োজন শুধু খেলাধুলার নয়, মানবিক সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি সেতুবন্ধন। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিনিধিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আশিকুজ্জামান সুরুজ। তিনি বলেন, “মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মিলনমেলা আমাদের অনুপ্রেরণা জোগায়। এখানে জয়-পরাজয় কোনো বিষয় নয়, বরং মানবিকতার জয়ই সবচেয়ে বড়।”

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির খাইরুল ইসলাম সুমন। তাঁর নিরপেক্ষ পরিচালনায় খেলা উপভোগ্য হয়ে ওঠে।

খেলায় দুই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে মাঠকে প্রাণবন্ত করে তোলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশন-এর উপদেষ্টা সদস্য মাসুদ সিদ্দিকী ও ডা. সৈকত হাসান। এছাড়া সংগঠনের ক্রাণ বিষয়ক সম্পাদক এবং মক্কা মদিনা থাই গ্লাস এন্ড হার্ডওয়্যার-এর কর্ণধার আব্দুল হামিদ খেলাটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আয়োজকরা জানান, খেলাটির মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য এবং মানবিক সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জয়-পরাজয় গৌণ ছিল; আসল জয় হয়েছে মানবিকতার, ভ্রাতৃত্বের এবং একসাথে কাজ করার অঙ্গীকারের।

দুই সংগঠনই আশাবাদ ব্যক্ত করেছে, ভবিষ্যতে আরও এমন প্রীতি খেলা, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তারা সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেবে।