কবিতা “আমার নামে” -বুশরা খন্দকার

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৫ এ ৯:০৬ এএম
কবিতা আমার নামে-বুশরা খন্দকার

কবিতা আমার নামে-বুশরা খন্দকার

আমার নামে -বুশরা খন্দকার 

কবিতার ভাষা ফুরিয়ে গেছে
শেষ হয়েছে কালি
জীবনের খাতায় হয়নি লেখা
পড়ে আছে খালি ।
হঠাৎ একদিন বন্ধ হবে
সকল প্রকার লেখা
প্রাণ- পাখি বিদায় জানাবে
পৃথিবীর সীমারেখা ।
মুছে যাবে আমার নাম
থেমে যাবে সূর
সবাই কে ছেড়ে চলে যাবো
দূর- বহুদূর ।
যদি আমি হারিয়ে যাই
এ জীবনের তরে
আবেগী সূরে ডেকো না আর
আমার নামটি ধরে ।
সবকিছুর সমাপ্তি হবে
ঘটবে অবসান
ব্যাথা ভরা অশ্রু নিয়ে
গাইবো না আর গান ।
যদি আমার কবর দেখে
তোমার চরণ থামে
দুহাত উঠিয়ে মোনাজাত
করো আমার নামে ।